সোমবার, ০৬ মার্চ, ২০২৩
25 Jan 2025 10:53 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের মাঝে পলাশবাড়ী বহুমূখী ব্যাবসায়ী সমিতি (রেজিঃ নং - গাইঃ/১৩৭৬),র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
৬ মার্চ সোমবার রাতে সমিতির নিজস্ব কার্যালয় হতে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের মধ্যে চাল ব্যাবসায়ী আলামিন,কাপড় ব্যাবসায়ী সুজন এবং সামছুল হক কে ১৮ হাজার টাকা করে তিনজনকে মোট ৫৪ হাজার টাকা প্রদান করেন জেলা পরিষদ সদস্য, পলাশবাড়ী বহুমুখী ব্যাবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান ফুলমিয়া, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসয়ী আব্দুস সোবহান মন্ডল, কোষাধ্যক্ষ শ্রী শ্যামল সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী শাহারুল মন্ডল সহ অন্যান্য সদস্য বৃন্দ।
এছাড়াও পলাশবাড়ী বহুমূখী ব্যাবসায়ী সমিতি (রেজিঃ নং - গাইঃ/১৩৭৬),র পক্ষ থেকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামের নিরঞ্জন নামের এক ব্যাবসায়ীর বাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।