সোমবার, ০৬ মার্চ, ২০২৩
15 Jan 2025 07:56 pm
আজাদ জম্মু-কাশ্মীরে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়েদের একত্রে শিক্ষাদান করা হয় তাতে মেয়ে শিক্ষার্থী এবং শিক্ষিকাদেরকে বাধ্যতামুলকভাবে হিজাব পরা বাধ্যতামুলক করা হয়েছে।
সোমবার এ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দেওয়ান আলি খান চুঘতাই। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এ বিষয়ে সব স্কুল এবং কলেজে নির্দেশনা পাঠিয়েছে আজাদ জম্মু কাশ্মীরের শিক্ষা বিভাগ।
বলা হয়েছে, চিঠির গুরুত্ব এবং মর্যাদা অনুযায়ী যেন এই নির্দেশ কার্যকর করা হয়। সরকার এতে আরও সতর্কতা দিয়ে বলেছে, যদি কোনো প্রতিষ্ঠান নির্দেশ মানতে ব্যর্থ হয় তাহলে এর প্রধানের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে। তবে সার্কুলারে পরিষ্কার করা হয়নি, কি ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সার্কুলার দেয়ার কারণ হিসেবে শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছেন, এর আগে কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের যে ড্রেসকোড দিয়েছিল, তা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বাস্তবায়ন করছেন না। আগে কি ধরনের ড্রেসকোড দেয়া হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত বলা হয়নি। এই সার্কুলারকে আভ্যন্তরীণ ব্যাপার বলে বলা হয়েছে।