সোমবার, ০৬ মার্চ, ২০২৩
14 Jan 2025 12:17 am
সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওটি আফিয়া নুসরাত বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। সেই ভিডিও দেখে ভক্তরা জেনেছেন যে, অনন্ত জলিল আরও একটি বিয়ে করেছিলেন, তার একটি মেয়েও আছে, যা অনেক সিনেমা ভক্তদের কাছে ছিল অজানা।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দর’ এবং টেগ করেছেন অনন্ত জলিলকে। কিন্তু এ বিষয়ে অনন্ত বা বর্ষা এখনও কোনো মন্তব্য করেননি। তবে সব ভক্তদের মনেই প্রশ্ন জেগেছে আদৌ অনন্তের মেয়ে নাকি অন্য কোনো ঘটনা রয়েছে এর পেছনে।
সূত্র জানায়, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না বর্ষার। আর সে কারণে জয়ের ভিডিও শাকিব শেয়ার করায়, বুবলীর ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেই প্রতিক্রিয়ার অপু শেয়ার করেছেন চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও।