সোমবার, ০৬ মার্চ, ২০২৩
15 Jan 2025 10:24 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক ঝগড়ার অভিমানে এক গৃহবধূ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তাকে ফিরে আনতে না পেরে স্বামী রাগিব হাসান দোলন (২৮) চরম হতাশায় ভুগছিলেন। এরই মধ্যে বাড়িতে থেকে বের হয়ে দুইদিন পর লাশ হয়ে ফিরেছে এই স্বামী।
রোববার (৫ মার্চ) উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই গ্রামের ওয়াজেদ আলী তরফদারের ছেলে রাগিব হাসান দোলন।
স্বজনরা জানায়, দোলনের সঙ্গে পারিবারিক ঝগড়া করে তার স্ত্রীর বাবার বাড়িতে অবস্থান করছেন। কিছুদিন পর পরিবারের পক্ষ থেকে স্ত্রীকে বাড়িতে ফিরে আনতে চেষ্টা করে। দোলন এ চেষ্টার ব্যর্থ হয়ে বেশ কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিলেন। এরই একপর্যায়ে শুক্রবার (৩ মার্চ) দুপুরে একটি ওরশ শরীফে যাওয়ার কথা বলে দোলন মিয়া বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। পরদিন শনিবার বাড়ির অদূরে হামিদপুর এলাকার একটি একটি ভূট্টা ক্ষেতের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারিরীক উন্নতি না হওয়ায় চিকিৎসক দোলনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আজ সকালে সেখানে নেয়ার পথে দোলনের মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, রাগিব হাসান দোলনের মৃত্যুর তদন্তকালে ওই ভুট্টা ক্ষেতের পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রির্পোট এলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।