সোমবার, ০৬ মার্চ, ২০২৩
13 Jan 2025 01:52 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় দুই কেজি গাঁজাসহ সিদ্দিক আলী (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার (৬ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরন্নবী।গ্রেফতার সিদ্দিক আলী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ক্ষুদ্রবেচন দই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরন্নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ মার্চ) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রংপুর- ঢাকা মহাসড়কের একবারপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে একটি সিএনজি তল্লাশি করে ২ কেজি গাঁজা জব্দসহ সিদ্দিক আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।