সোমবার, ০৬ মার্চ, ২০২৩
16 Jan 2025 02:50 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহি বাস খাদে পড়ে ৩০জন আহত হওয়া ঘটনায় দোলায়ার হোসেন দেলু (৫৮) নামের এক যাত্রী মারা গেছে। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পালোহানপাড়া গ্রামের কায়ছার আলীর ছেলে। গত রোববার (৫ মার্চ) সন্ধায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যায়।
গত রোববার বগুড়া থেকে ছেড়ে আসা কুমিল্লা-ব-৪৯৮৫ নম্বর নোমান এন্টারপ্রাইজ নামক নওগাঁগামী মেইল বাসটি বিকেল ৩টায় আদমদীঘির অদুরে শিবপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছিলে বগুড়গামী খড় বোঝাই ট্রাক অতিক্রম করার সময় বাসের সাথে ধাক্কা লেগে বাস চালক নিয়ন্ত্রন হারালে বাসটি সড়কের পাশের তালগাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসের শিশু নারীসহ অন্তত ৩০জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১০জনকে বগুড়া ও নওগাঁসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে গুুরুতর আহত দেলোয়ার হোসেন দেলুকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধিন অবস্থায় সন্ধায় সে মারা যায় বলে মৃতের চাচা ছুনু জানায়।
আবু মুত্তালিব মতি