রবিবার, ০৫ মার্চ, ২০২৩
18 Jan 2025 06:10 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক গাইবান্ধা জিয়া পরিষদ এর আহবায়ক মো. আব্দুল আউয়াল আরজু আজ রোববার গাইবান্ধা প্রেসক্লাবে এক মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময়কালে গাইবান্ধা জেলা জিয়া পরিষদের আহবায়ক ও সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্দুল আউয়াল আরজু লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ছাত্রদল প্রতিষ্ঠাকালিন সময় থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হলে গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করতে ইচ্ছুক। তিনি বলেন, গাইবান্ধা সদর উপজেলায় উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই। তিনি আরও বলেন, দল যদি তাকে মনোনয়ন দেন তাহলে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় বিজয়ী হবেন। তিনি নির্বাচিত হলে গাইবান্ধায় উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, সহকারি দপ্তর সম্পাদক শফিকুর রহমান খোকা, সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ।