রবিবার, ০৫ মার্চ, ২০২৩
13 Jan 2025 11:27 am
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বেপোরোয়া ট্রাকের চাপায় সড়কে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র রাফসান সিয়াম। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের চারমাথা এলজিডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৩ বছর বয়সী রাফসান বাদুরতলা এলাকার আওয়ামী লীগ নেতা অরুনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের স্নাতক ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল হাসান (২৩) নামের আরো এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।
বিষয়গুলো মুঠোফোনে নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা। পুলিশের এ কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যার দিকে সিয়াম ও রাকিবুল মোটরসাইকেল করে শহর থেকে চারমাথা দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির অজ্ঞাত এক ট্রাক পেছন থেকে তাদের ধাক্কায় দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়। রবিবার দুপুরের পর আইনগত সকল প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।