রবিবার, ০৫ মার্চ, ২০২৩
09 Jan 2025 02:28 pm
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও খাদ্য বিভাগ সাপাহার উপজেলা আয়োজিত হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কেন্দ্র উপজেলার প্রতিটি ইউনিয়নের ন্যায় পাতাড়ী ইউনিয়নের মধ্য করমুডাঙ্গায় ডিলার মোঃ আব্দুল করিম বিশ্বাস এর মাধ্যমে অনলাইন ডাটাবেইস (তালিকা) যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা তৈরীর পর ৫ মার্চ রোববার সকাল ৯ টা হতে ১৫ টাকা কেজি দরে হত দরিদ্রদের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব চন্দ্র বর্মন। ইউপি সদস্য মাসুদ রানা বাদল, ডিলার আব্দুল করিম বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হত দরিদ্রদের মাঝে ৩০ কেজি চাউলের বস্তা ৪৫০ টাকা দরে উক্ত ডিলারের মাধ্যমে ৭৭০ জনসহ উপজেলায় সর্বমোট ৯,২২৯ জনের মাঝে বিক্রয় করা হবে।
ডিলার মো আব্দুল করিম বিশ্বাস জানান ইউনিয়ন পরিষদ কর্তৃক ও অনলাইন ডাটাবেইজের মাধ্যমে হত দরিদ্রদের তালিকা চূড়ান্তভাবে প্রস্তুত করে আমাদের নিকট দেওয়া হয়েছে।আমরা প্রতিজনকে সততার সাথে চ।ল বিতরণ করছি, প্রতিটি কার্ড ধারী ব্যক্তি ৪৫০ টাকার বিনিময়ে মাসে ৩০ কেজি চাউল পাবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাউসার জানান উপজেলায় ৯২২৯ জন সুবিধা ভোগির মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণ করা হবে, অন্যান্য সুবিধা থাকায় ৭৮ জনের নাম তালিকা হতে বাদ পড়েছে। উপজেলা ৬ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে চাউল বিতরণের কার্যক্রম চলছে, সুষ্ঠু ও সঠিকভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি ডিলারের জন্য উপজেলা পর্যায় থেকে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।