শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩
13 Jan 2025 01:41 pm
সঞ্জু রায়, বগুড়া: 'নাটোর জেলার ক'টি প্রাণ, আনন্দে কাটুক দিনমান' স্লোগানে নাটোর জেলা সমিতি বগুড়ার আয়োজনে শুক্রবার মমইন বিনোদন কেন্দ্রে দিনব্যাপী নাটোর উৎসব ২০২৩ এবং পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বগুড়ায় বসবাসরত নাটোরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সমিতির সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে প্রাণবন্ত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুর রশিদ।
বগুড়াস্থ নাটোর জেলার প্রায় ৩ শতাধিক বাসিন্দার অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে বগুড়াসহ নাটোরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন স্বপন কুমার, বাবুল আক্তার ,সেলিম উদ্দিন ,শামীম হোসেন ও আব্দুল লতিফ।