শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩
12 Mar 2025 12:21 am
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে যথাযোগ্য মর্যাদায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার(৩ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন ৪নং বাহুবল সদর ইউনিয়ন পরিষদ হলরুমে দৈনিক আমার সংবাদ পত্রিকার বাহুবল প্রতিনিধি জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে ও বাহুবল প্রেসক্লাব সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ রুহুল আমিন, মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ,বাহুবল মডেল থানার এস আই মোঃ এখলাছুর রহমান,বাহুবল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এফ আর হারিছ,সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, দৈনিক মানবকন্ঠ বাহুবল প্রতিনিধি নাজমুল ইসলাম হৃদয়, ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন,মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাজন দেব বর্মা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সহ বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তত্তোর সাফল্য কামনা করেন।