শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩
18 Jan 2025 06:15 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ আগুন দেওয়া ও গরু লুট ঘটনায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিরাপত্তা হীনতায় রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
বুধবার(৩ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব ছালুয়া সাদেক আলী নামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদেক আলীর ভাগিনা রহিম বাদশা।
অভিযোগে উল্লেখ করা হয়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের মোস্তফা মিয়া, সাজেদুল মিয়া, মনছের আলী, মজনু মিয়া ও তার লোকজনের সাথে সাদেক আলীর দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে ২৮ ফেব্রুয়ারী রাত সাড়ে দশটার দিকে মোস্তফা মিয়া ও তার লোকজন সাদেক বাড়িতে এসে অশ্লীল ভাবে গালি গালাজসহ মারপিটের হুমকি ধামকি প্রদান। এক পর্যায়ে তারা পেট্টোল দিয়ে গোয়াল ঘর ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নেভানো চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এতে রান্না ঘরে জিনিসপত্র, চাল, ধান, মুরগীসহ খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায় এবং গোয়াল ঘরে থাকা ২টি শাহীওয়াল গাভী, ২টি ষাড় মোস্তফা ও তার লোকজন লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় সর্বমোট ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী সাদেক আলী জীবনের নিরাপত্তাসগ উক্ত ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, আগুন লাগার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সটঃ উপ সহকারি পুলিশ পরিদর্শক( এসআই) সামিদুল্লাহ সরকার। ফুলছড়ি থানা, গাইবান্ধা।