শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩
22 Nov 2024 05:38 pm
ডা. গোলাম রহমান ব্রাইট:-
ওহে দখিনা বাতাস,
বিজয় কেতন উড়িয়ে দিয়েছি
ভাসিয়ে তুমি রেখো
শিরদাঁড়াটা সমুন্নত রেখে
গর্ব করতে শেখো
মাটি ও মানুষের ঘামের গন্ধ
আলতো করে মেখো
মহাকালের পথে পাড়ি জমিয়েও
বিস্ময় ভরে দেখো।
ওহে দখিনা বাতাস,
বিশ্ব ধরায় মানবাধিকার কর্মী
বানিয়ে দিয়ে বাঁচো
জীবনের তরে জীবনের কথা
বর্ণনা করে নাচো
লেলিহান শিখা তোমাকে ছোঁবে
কাপড়ের মতো কেঁচো।
ওহে দখিনা বাতাস,
লাঞ্চিত শোষিত বঞ্চিত যাঁরা
তাঁদের কাজে এসো
আকাশ ছুঁয়েছে আহাজারির বার্তা
সতীর্থ বানিয়ে মিশো
পৃথিবী আজ ভারাক্রান্ত বড়ই
মানবতার গায়ে ঘেঁষো
কবিতার পাতায় পংক্তি মালা গুলো
বুঝতে পারলে হেসো।
ওহে দখিনা বাতাস,
মহা প্রলয় থামাতে গিয়ে তুমি
সজোরে একটা কেঁশো
নতুন প্রজন্মের তরুণদের দিলে
কাঁদা মাখিয়ে ফেঁশো
মুচে যায় যাক ইতিহাসে পাতা, তবু-
কেতন উড়িয়ে হেসো।