শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩
11 Mar 2025 09:22 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ঐ আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান ও খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন।
তিনি বলেন, ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শাপলা চত্বরে ছাত্রদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়ে বলেছিলেন, ‘অস্ত্র নয় বই ও কাগজ-কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার’।
বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের সখিপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন এনামুল হক শামীম।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করে চলেছেন। তিনি ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। গত ১৪ বছরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি নেই, অস্ত্রের মহড়া নেই, সেশনজট নেই। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শেখ হাসিনার সরকারের অনন্য কৃতিত্ব।
শিক্ষার্থীদের উদ্দেশে উপমন্ত্রী বলেন, তোমাদের সৌভাগ্য তোমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধান পেয়েছো যিনি সততা, মেধা, যোগ্যতা ও দক্ষতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, তিনি একমাত্র রাজনীতিবিদ, যিনি পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন। তিনি আগামী প্রজন্মের জন্য বিশ্বমানের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলেছেন। তিনি প্রতিটি উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করছেন। তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন করে দিচ্ছেন। দেশের কৃষি শিক্ষা ও তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তুলছেন।
এনামুল হক শামীম আরো বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদেরও নানাভাবে সম্মানিত করছেন। তাই আগামী নির্বাচনে জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে এক বিরল রেকর্ড স্থাপন করবেন।
ডেইলি-বাংলাদেশ