শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩
16 Jan 2025 04:59 am
৭১ভিশন ডেস্ক:- ইউক্রেনের সামরিক বাহিনী এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) তথ্য অনুসারে রাশিয়ান বাহিনী বাখমুত শহরের দিকে অগ্রসর হচ্ছে। খবর সিএনএনের।
ইউক্রনের পূর্বদিকে অবস্থিত শহরটি রাশিয়ার দখলের কাছাকাছি বলে মনে করা হচ্ছে। এটি দখলের মাধ্যমে রুশ বাহিনী ইউক্রনের পশ্চিম দিকের শহরগুলোর দিকে অগ্রসর হবে।
ইউক্রেনের সামরিক জেনারেল স্টাফ বৃহস্পতিবার বলেন, রুশ বাহিনী বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে।
আইএসডব্লিউ বলেছে, রুশ বাহিনী বাখমুতের দিকে অগ্রসর হয়েছে এবং শহরের চারপাশে আক্রমণ অব্যাহত রেখেছে।
রুশ বাহিনীর অগ্রগতি সত্ত্বেও ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বাখমুত থেকে তাদের সরে যাওয়ার পরিকল্পনা নেই। এখনো শহরে তাদের অবস্থান ধরে রেখেছে।