শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩
12 Jan 2025 08:56 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। আর সে কারণেই সাকিবের সবকিছু নিয়েই সাধারণ মানুষের মনে এতো জল্পনা-কল্পনা। অনেক সময় মিডিয়া পাড়ার মাধ্যমেও সাকিবের অজানা অনেক কথা তার ভক্ত-অনুরাগীরা জেনে থাকেন। তবে সাকিব জানালেন তার সম্পর্কে মিডিয়ার সবকিছুই গুজব।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব বলেছেন, ‘আমার সম্পর্কে যা মিডিয়াতে আসে, সবই গুজব।’ সাকিবকে তখন উপস্থাপিকা প্রশ্ন করে বসেন কোনটা বেশি হাস্যকর। জবাবে সাকিব বলেন, ‘সবগুলোই তো, আমার কাছে খুব হাস্যকর। কারণ প্রতিটিই গুজব।’
সাকিব আল হাসান কাকে অনুপ্রেরণা হিসেবে মানেন বা মনে করেন এমন প্রশ্নের উত্তরে, ‘ক্রিকেটের কথা যদি চিন্তা করি। একেকজন খেলোয়াড়কে অনুসরণ করা ঠিক না- তাদের খেলা থেকে শেখার চেষ্টা করতাম। ব্যাটিংয়ের দিক থেকে সাইদ আনোয়ার, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ছিল। বোলিংয়ে সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরামের বোলিং পছন্দ হতো খুব। যদিও সে পেস বোলার ছিল। আর অনুপ্রেরণা বললে আব্বু-আম্মু।’