বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩
15 Jan 2025 10:26 pm
একাত্তর ভিশন ডেস্কঃ- বগুড়ার শাজাহানপুর ও ধুনট উপজেলা তাঁতী লীগের কোন কার্যক্রম না থাকায় কমিটিগুলো বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তারা জানান সংগঠনের কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষ্যে অতি দ্রæত সময়ের মধ্যে এই কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে। এবং একই সাথে বগুড়া সদর, নন্দীগ্রাম, সোনাতলা ও গাবতলী উপজেলার কমিটিও সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।
এই কমিটিতে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তাদের জীবন বৃত্তান্ত জেলা তাঁতী লীগের সপ্তর সম্পাদকের কাছে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।