বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩
12 Jan 2025 08:46 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ওমর ফারুক (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান। আটক ওমর ফারুক উপজেলার শাখাহার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, বুধবার (১ মার্চ) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মাঠ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর ফারুকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।