বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩
21 Jan 2025 02:28 pm
একাত্তর ভিশন দেস্কঃ- গাজীপুর জেলার শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ২০২৩ আগামী ৪ মার্চ, শনিবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক রুমানা আলী টুসি। অনুষ্ঠনের উদ্বোধন করবেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল জজিল বি.এ। কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সদস্য ও তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার আবুল এর সার্বিক তত্বাবধায়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রিপন মিয়া সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।