বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩
12 Jan 2025 05:56 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার কাহালুর নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালুর নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মাঈশা এন্ড রাহাদ এন্টারপ্রাইজ এর স্বত্ত¡াধিকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক (রতন)।
ভাচ্যুয়ালি নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, বগুড়া ভান্ডার গ্রæপ ইন্ডাট্রিস এর স্বত্ত¡াধিকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নারহট্র ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম, সজল গ্রæপ ইন্ডাট্রিস এর স্বত্ত¡াধিকারী সজল ইসলাম, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিমল কুমার সরকার, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি সদস্য তোতা মিয়া শাহানা। অন্যান্যদের উপস্থিত ছিলেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান (ফিরোজ), অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি আবু রেজা রিপন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, মোফাজ্জল হোসেন (নাজু), মেরাজুল ইসলাম, আব্দুল মতিন আকন্দ, মহিলা অভিভাবক সদস্য বুলবুলি বেগম, শিক্ষক প্রতিনিধি প্রবীর কুমার সরকার, উম্মে ছালমা খাতুন, ইউ পি সদস্য গোলাম রব্বানী, হোসনেআরা কাওছার বুলবুলি, সাবেক ইউ পি সদস্য আবু সাঈদ বেনু সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।