বুধবার, ০১ মার্চ, ২০২৩
25 Nov 2024 06:57 pm
৭১ভিশন ডেস্ক:- মালয়েশিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় দেশটির দক্ষিণের অন্তত চারটি রাজ্যে ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) মালয়েশিয়ার আবহাওয়া অধিদফতর (মেটমালয়েশিয়া) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
লাগাতার ভারি বৃষ্টিপাতের হুশিয়ারি জারি করেছে মেটমালয়েশিয়া। পাহাং, নেগেরি সেম্বিলান, মেলাকা ও জহুর- এ চারটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকার অধিবাসীদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, আগামিকাল বৃহস্পতিবার (২ মার্চ) পর্যন্ত পাহাং রাজ্যের বেরা, পেকান, জেরানতুত, মারান, কুয়ানতান ও বেরা ছাড়াও নেগেরি সেম্বিলান ও মেলাকা রাজ্যে টানা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যা সম্ভাব্য বন্যার ঝুঁকি তৈরি করতে পারে।
সৃষ্ট বন্যায় এরই মধ্যে জহুর রাজ্যের পরিস্থিতি নাজুক রূপ নিয়েছে। বৃধবার পর্যন্ত বন্যা কবলিত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত বন্যায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জহুর, সারাওয়াক, সাবাহ ও নেগেরি সেমবিলান রাজ্যের মোট ৯২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১০ হাজারের বেশি মানুষকে এসব আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে।
এছাড়া মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের ফলে পাহাং রাজ্যের ফেল্ডা সেলাউয়ের প্রধান সড়কটি ধসে পড়েছে। ওইসব এলাকার যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। বন্যার কারণে নদীগুলোতে পানিপ্রবাহ বিপদসীমা অতিক্রম করেছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে জহুরের বেশ কয়েকটি জেলা বর্তমানে বন্যার সম্মুখীন হচ্ছে। ক্ষতিগ্রস্থরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ও তাদের প্রিয়জনদের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। বিশেষ করে রাজ্যের পাগোহের কেজি বাটু ২৩-এলাকার প্রবীণ নাগরিকদের জন্য সহায়তার আহ্বান জানানো হয়েছে।