মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
05 Jan 2025 07:14 am
৭১ভিশন ডেস্ক:-দক্ষিণ আফ্রিকায় মানবপাচারকারীদের বন্দিদশা থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এহলানজেনি জেলা গোয়েন্দা টাস্ক টিমের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়।
দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম দ্য সিটিজেনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালা বলেছেন, তারা নেলসপ্রুটের বাইরে কামাগুগু এলাকার একটি বাড়িতে জিম্মিদের আটকে রাখার খবর পেয়েছিলেন।
তিনি বলেন, পুলিশ সদস্যরা তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশি পুরুষকে দেখতে পান। তাদের সেলফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। অর্থাৎ, আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না জিম্মি ব্যক্তিদের।
মোহলালা আরও জানান, ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ৫২ বছর বয়সী আরেক বাংলাদেশি নাগরিক। মানবপাচারে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে এবং শিগগির নেলসপ্রুট ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।
তিনি বলেছেন, পাচারের গন্তব্য কোথায় এবং চক্রের প্রধান কে তা জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, কেউ কেউ মিডলবার্গে যাচ্ছিলেন, অন্যদের গন্তব্য ছিল জোহানেসবার্গে।
উদ্ধার ১৯ বাংলাদেশির দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে।