মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
05 Jan 2025 06:33 am
৭১ভিশন ডেস্ক:- বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। সম্প্রতি শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর।
তাকে আহত দেখে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্তরা। মঙ্গলবার ‘সিটাডেল’ সিরিজের শুটিং সেটে আঘাত পান তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সামান্থা আমেরিকান টিভি সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণে অভিনয় করছেন। তাকে চিত্রনাট্য অনুযায়ী প্রচুর স্ট্যান্ট পারফর্ম করতে হচ্ছে; কিন্তু বডি-ডাবলে খুব বেশি আস্থা নেই তার। যতটা সম্ভব নিজেই শট দেওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার যথারীতি সেটের সামনে উপস্থিত হন তিনি। আর একটি অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে আঘাত পান দক্ষিণী সুন্দরী।
গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত ‘শকুন্তলা’ সিনেমার ট্রেইলার। ‘শকুন্তলা’ একটি মিথলজিক্যাল ড্রামা ধর্মী ছবি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এ সিনেমা।