মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
05 Jan 2025 06:51 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফিরোজ মিয়া (২৫) নামের এক মামার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রফিক মিয়া (৬) নামের এক ভাগ্নে নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর (কুটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া ওই গ্রামের দুদু মিয়ার ছেলে। ফিরোজ মিয়া একই গ্রামের রছিম উদ্দিনের ছেলে। সম্পর্কে তারা মামা ও ভাগ্নে।
এ তথ্য নিশ্চিত করে স্বজনরা জানায়, ওই সময় ফিরোজ মিয়া তার ট্রাক্টর চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে রাস্তার ওপর তার ভাগ্নে রফিক মিয়া গাড়িতে ওঠে। কিছু দূর গিয়ে রফিক মিয়া ট্রাক্টর থেকে ছিঁটকে চাকার সঙ্গে পিষ্ট হয়। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ কাওছার মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেনি তিনি।