মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
24 Nov 2024 08:16 pm
সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা রাতের আধারে ফসলি জমির মাটি কেটে রাতের আধারে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে বিজিবি উত্তর পূর্ব রিজিওন ক্যাম্পের দক্ষিণ পূর্ব কনারে সড়ক ও জনপথ এর জায়গা দখল করে ভরাট করে দখল করে নিচ্ছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন যার ফলে কালীকচ্ছ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র জায়গাটি ভরাট হওয়ার ফলে এলাকায় দেখা দিবে জলাবদ্ধতা সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দিবে সরাইল বিজিবি পূর্ব রিজিওন ফ্যমেলি স্টাফ কোয়ার্টার, এবং কালীকচ্ছ ইউনিয়নের ৫এবং ৭ নং ওয়ার্ডের একমাত্র পানি নিষ্কাশনের খালটি স্থানীয় যুবদলের নেতা আজমল হোসেনে বলেন জায়গাটি আমি জেলা সরাইল - নাসিরনগর- লাখাই আঞ্চলিক মহাসড়কের অফিসারদের সঙ্গে যোগাযোগ করে ভরাট করছি তাদের যখন প্রয়োজন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ,সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের দু’পাশে নোয়াগাঁও কালীকচ্ছ মৌজার হাওরে রয়েছে সরকারী জায়গায় গোচারণ ভূমি কৃষকরা সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করে ধান, খড় শুকায়,
আর সেখানকার মাটি ভেকু দিয়ে কেটে বিক্রি করছেন স্থানীয় এক শ্রেণির স্থানীয় প্রভাবশালী লোকজন তারা ফসলি জমির মাটিও কেটে বিক্রি করছেন প্রতিদিন ৪০ থেকে ৫০ টি অবৈধ ট্রাকটার দিয়ে প্রতি রাতের। বাড়ির ভিটা ভরাটের জন্য মাটি নিচ্ছেন তারা। অনেকে এই মাটি নিয়ে পুকুর ও সরকারি হাল পানি নিষ্কাশনের সরকারি খাল ভরাট করছেন, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শাহজাহান জানান কৃষকের জমির মাটি কৃষকে বিক্রি কইরা দিলে আমাদের কি করার আছে ধান চাষ করার থেকে মাছ চাষ করার লাভ বেশি তাই কৃষকরা ক্ষেতের মাটি বিক্রি করে জলাশয় বানাচ্ছেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন আমাকে কেউ জানায়নি,ফসলি জমির মাটি কাটা বেআইনী।সরকারী জায়গার মাটি কেউ কাটার অধিকার রাখেন না। আমি বিষয়টি দেখছি প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
মোঃ রাকিবুর রহমান রকিব