মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 08:22 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পান কিনতে এসে ট্রাকের চাকায় পিষ্টে হয়ে লাশ হয়ে ফিরলেন নুর জাহান বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা। গত মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারী) দুপুরে বগুড়া-সান্তাহার মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুর জাহান বেওয়া উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা কোলাদীঘি পাড়ার মৃত আনছার আলীর স্ত্রী। জনতা ট্রাক ও চালক আদমদীঘির পোওতা গ্রামের ফজলু প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)কে আটক করে থানায় সোর্পদ করেছে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১টায় নুর জাহান বেওয়া বাড়ি থেকে পান কেনার জন্য মুরইল বাজারে আসেন। এরপর নুর জাহান সড়ক পার হওয়ার সময় চট্রগ্রামগামী ঢাকা মেট্রো-ট-২২-২৯৬৫ নম্বর চাল বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরজাহানের মৃত্যু হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানায়, বিধিমতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আবু মুত্তালিব মতি