সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
01 Dec 2024 10:18 am
সঞ্জু রায়, বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে ৫ বছরের শিশু রোমান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ আগস্ট শাজাহানপুরের চুপিনগর এলাকার মাহবুর রহমানের ছেলে রোমানকে হত্যা করে গুম করা হয়। পরে ওই বছরের ২৮ আগস্ট একই এলাকার খলিল নামে একজনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে রোমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাদীপক্ষের আইনজীবি বিনয় কুমার দাষ জানান, শিশু রোমানের দাদার নির্বাচন ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামী খালেক ও মাজেদের সঙ্গে দ্ব›দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে খালেক, মাজেদ ও রাজ্জাক শিশু রোমানকে চকলেটের লোভ দিয়ে ডেকে নিয়ে হত্যার পর সেফটি ট্যাংকে গুম করে রাখেন। পরে মামলা দায়ের হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন আব্দুল খালেক ও ও আব্দুল মাজেদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়।