সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
12 Jan 2025 02:58 am
৭১ভিশন ডেস্ক:- ব্যাংকারদের খ্যাতনামা প্রতিষ্ঠান ব্যাংকার্স ক্লাব, বগুড়া, রাকাব (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) জোনাল ম্যানেজার (উত্তর) মোঃ শাহীনুর ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছে।
রবিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে বগুড়া জেলার ৫৬ টি সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীগন নতুন সাধারণ সম্পাদক হিসেবে তাকে মনোনিত করেন।
সভাটি বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাব, বগুড়া সভাপতি এ এফ এম শাহিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বদলি জনিত কারনে বগুড়া থেকে নাটোরে চলে যাওয়ায় সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদটি শুন্য হয়। এই পদে শাহিনুর ইসলাম সহ আরো দুই জন মনোনয়ন প্রত্যাশী হলেও সর্ব সম্মতিক্রমে শাহিনুর ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
রাকাব এর প্রথম কর্মকর্তা হিসেবে তিনি এই দায়িত্বটি পান। ব্যাংকার্সরা আশা করেন তার নেতৃত্বে ব্যাংকার্সদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এর দাবী পুরন হবে।