রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
25 Nov 2024 04:22 am
সিলেটে আঞ্চলিক নাটকের অভিনেত্রী ও কলেজছাত্রী সোনিয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি কাঁচি জব্দ করা হয়েছে। মা ও সৎ বাবার সঙ্গে থাকতেন এই অভিনেত্রী।
সোনিয়া সিলেট নগরের শেখঘাটে নীলিমা আবাসিক এলাকায় থাকতেন। নিজ ঘরের বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ ধারণা করছে এটি হত্যাকাণ্ড।
নিহত সোনিয়া সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনিয়ার সৎ বাবা সেলিম মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় সোনিয়ার মামাতো ভাই সজিব আহমদ শনিবার রাতে তাদের বাসায় আসেন। রোববার সকাল ৭টার দিকে সজিবসহ সোনিয়ার পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খায়। পরে ঘরে সোনিয়া ও তার ভাবি ফারিয়া বেগমকে রেখে পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে চলে যান। এ সময় সোনিয়ার মামাতো ভাই সজিব ওই বাসায় ছিলেন। তবে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে থাকা সোনিয়ার মা অমিতা বেগমকে ফোন করে সজিব বাড়ি চলে যাচ্ছেন বলে বিদায় নেন।
এদিকে দুপুর ১২টার দিকে সোনিয়ার সাড়া শব্দ না পেয়ে তার ভাবি সোনিয়ার কক্ষে গিয়ে বিছানার ওপর গলাকাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের খবর দেন তিনি। তারা বাসায় ফিরে পুলিশে খবর দিলে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে কাপড় কাটার একটি রক্তমাখা কাঁচি জব্দ করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের গলা গভীরভাবে কাটা। এ ঘটনায় একজনকে পুলিশ সন্দেহ করছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না।
সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, পুলিশের সন্দেহের তীর সোনিয়ার মামাতো ভাই সজিবের দিকে। পরিবারের সদস্যরাও তাকে সন্দেহ করছেন। পুলিশ তাকে খুঁজছে। সজিবের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার নবীনগর গ্রামে।