রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
15 Jan 2025 11:17 am
ছাদকেুল ইসলাম রুবলে,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে শিউলি খাতুন (২৩) নামে এক গৃহবধূকে পেটানোর পর চোখে-মুখে ছুরিকাঘাত করেছে। এমন অভিযোগ স্বামী, শ্বশুর-শাশুর ও ননদের বিরুদ্ধে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার জামালহাটের মতিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিউলি খাতুন ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।জানা যায়, প্রায় ৭ বছর আগে রংপুরের পীরগাছা উপজেলার কান্দির হাটের ছোলেমান মিয়ার মেয়ে শিউলি খাতুনের সঙ্গে মতিনপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে ফারুক মিয়ার বিয়ে হয়। এসময় মেয়ের সুখের কথা ভেবে দরিদ্র বাবা ছোলেমান মিয়া এক লাখ টাকার সাথে ৮০ হাজার টাকা দামের আসবাবপত্রও দেন। বছর চারেক আগে একটি ছেলে সন্তানের জন্মদানের পর থেকে যৌতুক হিসেবে আরও দুই লাখ টাকার জন্য শিউলিকে চাপ দেয় স্বামী ফারুকসহ অন্যরা। দাবিকৃত এই টাকা এনে দিতে অস্বীকার করায় শনিবার সকালের দিকে তার স্বামী ফারুক মিয়া, শ্বাশুড়ি কহিনুর, শ্বশুর সুলতান মিয়া এবং ননদ শিউলি আক্তার লাঠি দিয়ে মারপিট করে।
পরে স্বামী ফারুক ধারালো ছোড়া দিয়া তার ডান চোখের নিচে গুতা দিলে কেটে রক্তাক্ত করে। এসময় গৃহবধূর চিৎকারে তাকে রক্ষায় ছুটে আসেন ৩ নারী। পরে শিশুসন্তানসহ বের করে দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই গৃহবধূ।
নির্যাতিত গৃহবধূ শিউলি খাতুন বলেন, আগে স্ত্রী ও সন্তান ছিল, তা গোপন করে আমাকে বিয়ে করেছিল। এটা জানার পরেও তা আমি মেনে নিয়েছি। তারপরও স্বামী ও শ্বাশুড়ি দীর্ঘদিন ধরে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করেছে এবং তা এনে দিতে অপারগতা প্রকাশ করায় আমাকে মারপিট ও ছুরি দিয়ে জখম করে আমার স্বামী। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।অভিযোগের বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছেন জানিয়ে ফোনটি কেটে দেন।