রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
02 Jan 2025 12:50 am
সঞ্জু রায়, বগুড়াঃ বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম বলেছেন, স্বাস্থ্যশিক্ষা বিষয়ে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। বর্তমান সরকার সুস্থ জীবন যাপনে করণীয় এবং সঠিক খাদ্যাভাস নিশ্চিতে তৃণমূল পর্যায়ে সচেতনতার বলয় তৈরিতে কাজ করছে। আমাদের বর্তমান প্রজন্মকে তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে তাদের শরীরচর্চা এবং পুষ্টিকর খাবার গ্রহণে আগ্রহী করতে হবে। তবেই তো সোনার বাংলায় সুস্থ ও প্রাণবন্ত জনবল গড়ে উঠবে। নিপা ভাইরাস প্রতিরোধে সভায় সিভিল সার্জন সকলকে খেজুর ও তালের রস সেবনে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে রবিবার বগুড়া সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত ১দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু। তিনি বলেন, বর্তমান সরকার মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে ইতিবাচক সাফল্য অর্জন করেছে। তবে এসডিজি বাস্তবায়নে এখনো আমরা প্রাতিষ্ঠানিক প্রসব ব্যবস্থা ও দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বাস্তবায়নে কিছুটা পিছিয়ে আছি যা আমাদের সন্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করতে হবে। তিনি স্বাস্থ্যশিক্ষা সম্পর্কে জানা, সুস্থ জীবন যাপনে পদক্ষেপ গ্রহণ এবং খাদ্যাভাস তৈরিতে সকলকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহনাজ পারভীন এবং কর্মশালায় ভিডিও প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে সকলকে সচেতনতার বার্তা দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদুল হক। দিনব্যাপী এই কর্মশালায় বগুড়া পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন দায়িত্বশীল দপ্তরের প্রধান, সুশীল সমাজ এবং ধর্মীয় নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। কর্মশালার মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের অবস্থান থেকে কর্মশালা থেকে প্রাপ্ত সচেতনতার বার্তাগুলো তৃণমূলে পৌঁছে দেওয়ার অঙ্গিকার করেন এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে সকলে ভূমিকা রাখবেন মর্মে জানান।