রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 09:45 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গুরুতবপুর্ন মামলার রহস্য উদঘাটন ও মাদকসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বগুড়া জেলার শ্রেষ্ট উপ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন। গতকাল রোববার (১২ ফেব্রæয়ারী) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি তাকে উল্লখিত কাজের সম্মননা ক্রেস্ট প্রদাণ করেন। উপ পরিদর্শক রকিব হোসেন আদমদীঘি থানায় দায়িত্ব পালন কালেও শ্রেষ্ঠিত্ব অর্জন করেন।
উপ পরিদর্শক রকিব হোসেন বলেন, সরকারি কাজে কোন অবহেলা বা গাফলতি করার মনমানিসকা নিয়ে কাজ করিনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা মতে জনগনের সাথে বন্ধু সুলভ আচরণে বিভিন্ন গুরুত্বপুর্ন মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার করতে সক্ষম হই। তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষ বিশেষ করে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি, সার্কেল এএসপি নাজরান রউফ ও থানার অফিসার রেজাউল করিমের প্রতি কৃতিজ্ঞতা জানিয়েছেন।
আবু মুত্তালিব মতি