রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
09 Jan 2025 03:21 am
সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে ইতিমধ্যে ব্যস্ত হয়ে উঠেছেন শিবগঞ্জ উপজেলার ফুল ব্যবসায়ীরা। তারা এবার এ উপজেলায় প্রায় ৫লক্ষাধিক টাকার ব্যবসা করার লক্ষ্যমাত্রা নিয়েছেন। স্থানীয় ফুল বাগানের মালিকরা ভালো দামের আশায় বুক বেঁধেছেন।
শিবগঞ্জ সদর এর তৌহিদ ফুল ঘর মালিক তৌহিদ জানান, দুটি দিবস যত ঘনিয়ে আসছে, পাইকারি বাজারে ফুলের দাম তত বৃদ্ধি পাচ্ছে। দাম বাড়ার কারণে বিশেষ করে ৪০ টাকার থাই গোলাপ ৮০, ১০০ টাকার জিপসি ২০০ ও ৬০ টাকার গাঁদা ফুল ৮০টাকায় বিক্রি হতে পারে।
সাঁজ ফুল ঘর এর স্বত্বাধিকারী ফারুক ইসলাম সুমন বলেন, এক সপ্তাহের ব্যবধানে পাইকারিভাবে ফুলের দাম বেড়ে গেছে। এতে প্রতিটি ৫ টাকার লিংকন ও মেরিন্ডা গোলাপ ২০ থেকে ৩০টাকা ৬ টাকার রজনীগন্ধা ১৫ টাকা, গøাডিওলাস ২০ থেকে ৩০ টাকা ও চন্দ্র মল্লিকা ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে এবছর বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে এ উপজেলায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ফুল বিক্রি হবে বলে তারা আশাবাদি।