রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
05 Jan 2025 06:39 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে বগুড়ার কাহালুর মালঞ্চা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউ পি সদস্য আব্দুল মতিন বাবলা ।
উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব অধ্যক্ষ এ এন এম আহছানুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, এ্যাডভোকেট আনোয়ার হোসেন পায়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মরিচ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, আওয়ামীলীগনেতা মতিউর রহমান সাঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন রাজু, ছাত্রলীগনেতা আহসান হাবীব সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও ৮টি ইউনিয়নে আওয়ামীলীগ শান্তি সমাবেশ কর্মসূচী পালন করে।