রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
31 Dec 2024 01:40 am
আসাদ সবুজ, বরগুনাঃ বরগুনায় ২ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতারের ঘটনায় ফেজবুক লাইভে এসে ঘর পোড়ানোর নাটক করেছে গ্রেফতার হওয়া ওই পুলিশ সদস্যের বড় ভাই। এতে ঘরের কোন ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (১১ ফ্রেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে কাওসার শিকদার নামের এক পুলিশ সদস্যকে ০২ কেজি গাজা সহ আটক করে ডিবি পুলিশ। পরে আটককৃত ওই পুলিশ সদস্যকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখিয়ে বরগুনা থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।
গ্রেফতার হওয়া ওই পুলিশ সদস্য বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকার জনৈক আলম শিকদারের ছেলে।
তবে ওই আসামীকে আটক করার পর বিকেলে নিজ বশত ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটায় আসামীর ভাই ফেরদৌস বাবু। পুলিশের অভিযোগ ছোট ভাইকে নির্দোষ প্রমানিত করতেই এমন নাটক সাজায় বাবু।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় ২ কেজি গাঁজা সহ এক পুলিশ সদস্য অবস্থান করছে। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় ডিবি পুলিশের সদস্যদের সাথে ধস্তাধস্তি হয় কাওসারের। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে৷ এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়।
ডিবি আরও জানায়, আসামী কাওসারকে আটক করে থানায় নিয়ে আসার পরপরই তার বড়ভাই ফেরদৌস বাবু নিজ বশত ঘরে আগুন দিয়ে ফেসবুক লাইভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায়। তারা দেখতে পায় ঘরের চালের উপরে পুরাতন ব্যানার-প্যানা দিয়ে সামান্য আগুন জ্বালায়। এতে ঘরের কোন ক্ষতি হয়নি।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলকায় অভিযান চালিয়ে কাওসারকে আটক করি৷ তাকে আটক করে নিয়ে আসার পর বিকেলে আমরা জানতে পারি যে আসামীর বড় ভাই নিজ ঘরে আগুন দিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পাই যে পুরনো প্যানা-ফেস্টুন চালের উপর দিয়ে আগুন দেয়৷ মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য এবং ছোট ভাইকে নির্দোষ প্রমানিত করতেই এমন নাটক সাজায় আসামীর বড় ভাই।
তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া পুলিশ সদস্য কাওসার বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিল। নারীঘটিত কেলেঙ্কারিতে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। এছাড়াও তার বিরুদ্ধে নানান অভিযোগ পাওয়া গেছে।