রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
31 Dec 2024 02:13 am
৭১ভিশন ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, কাঠালবাড়িতে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। এ কনভেনশন সেন্টার হবে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ।
শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী সিনিয়র আলিম মাদরাসার চারতলা ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, পদ্মাসেতুর কারণে শিবচরের ভৌগলিক গুরুত্ব বেড়ে গেছে। এখানে শুরু হয়েছে অনেক মেগা প্রকল্প। কাঁঠালবাড়ীতে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার নির্মাণ হলে দেশ-বিদেশ থেকে মানুষ আসবে। এখানে আন্তজার্তিক মেলা হবে। নিয়মিত দেশি-বিদেশি ইভেন্ট, মিটিং হবে।
চিফ হুইপ আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এ দেশে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। তাদের খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা দিচ্ছেন। বিশ্বের অনেক ধনী দেশ চাইলেই রোহিঙ্গাদের একটা অংশকে আশ্রয় দিতে পারতো, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। একমাত্র শেখ হাসিনা এগিয়ে এসেছেন। তার এ উদ্যোগ বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণের অন্যতম উদাহরণ। সুতরাং, এই দেশে মানবাধিকার নিয়ে কেউ বিদ্বেষ ছড়াতে চাইলেও পারবে না। কেউ এ ধরনের গুজব-অপপ্রচার করলে শক্ত হাতে প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, ইউএনও রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা প্রমুখ।