রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 05:19 pm
৭১ভিশন ডেস্ক:- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ শনিবার রাজধানীর পোস্তগোলায় কর্মী সমাবেশে সংগঠনটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। সস্তায় এমপি, মন্ত্রী হয়ে লাভ নেই। জনগণের ভোটে নির্বাচিত হতে চাই।
জিএম কাদের বলেন, নির্বাচনে জাতীয় পার্টি হারুক কিংবা জিতুক, মানুষের ভোটের অধিকার ফেরত চায় জাপা।
উচ্চ আদালতের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা ওঠার ছয় দিনের মাথায় প্রথমবার খোলা ময়দানে তৃণমূল কর্মীদের সামনে হাজির হন জিএম কাদের।
তিনি বলেন, জনগণ শুধু চেহারার নয়, রাজনীতির গুণগত পরিবর্তন চায়। এজন্য জনগণের সমর্থন নিয়ে দেশ শাসনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।
আইএমএফের শর্ত মানতে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে সরকার গ্যাস বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন। টিসিবির পরিবর্তে রেশনের মাধ্যমে জনগণকে পণ্য দেয়ার দাবি জানান জিএম কাদের।
তিনি বলেন, গত সাতবছরে রিজার্ভ চুরির অর্থ ফেরত আনতে পারেনি সরকার। রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।