রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
27 Nov 2024 01:41 pm
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় ১০৫ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন নারীও আছেন।
গ্রেপ্তার দু’জন হলেন, চাপাঁইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের উপচাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিবুল হাসান (২৮) ও সদর উপজেলার চকজগরু গ্রামের মৃত মফিজুল ইসলামের মেয়ে আয়শা বেগম (২৬)।
র্যাব-১২ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার দুু’জন মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ায় মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।