শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
27 Nov 2024 12:35 pm
৭১ভিশন ডেস্ক:- নব নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু শান্তি সমাবেশে কৃতজ্ঞতা প্রকাশ বলেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন৷ যেটুকু সময়ই পাই আমি যেন মানুষের এবং রাষ্ট্রের অর্থ আত্মসাৎ না করি এবং আমি সততার সাথে দায়িত্ব পালন করি। আমি সারাজীবন রাজনীতি করেছি সততা ও নিষ্ঠার সাথে। আমার বিরুদ্ধে কেউ যদি প্রমাণসহ কোন অসৎ কাজ দেখাতে পারে তাহলে আমি সেদিন রাজনীতি ছেড়ে দিব। জাতীয় সংসদে আমার প্রথম বক্তব্যে প্রধানমন্ত্রীর সামনে বগুড়ার সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। মন্ত্রীরা আমাকে আশ্বস্ত করেছেন সমস্যাগুলো সমাধানের জন্য। শিক্ষামন্ত্রী আমাকে বলেছেন বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের জন্য ভিসি নিয়োগ দেয়া হবে। দ্রুত কার্যক্রম শুরুর কাজ অচিরেই সম্পন্ন হবে। আশা করছি মার্চের পরেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারবো।করতোয়া নদী খননে দ্রুত পরিকল্পনার ব্যাপারে বসা হবে। আমি যে ওয়াদাগুলো দিয়েছি সেগুলো যেন সম্পন্ন করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন।
তিনি আরো বলেন বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে দল-মত-নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করব। বগুড়া শান্তিপ্রিয় শহর হিসেবে গড়ে তোলার জন্য,বগুড়া সদর উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করি।
বগুড়া সদর উপজেলার এগারোটা ইউনিয়নে শান্তি সমাবেশের কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা:মকবুল হোসেন, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল,আব্দুল্লাহ আল রাজী জুয়েল, তৌফিকুল রহমান বাপ্পী ভান্ডারী, আবু সুফিয়ান শফিক, মাহফুজুল ইসলাম রাজ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন সভাপতি/ সাধারণ সম্পাদক প্রমুখ ।