শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
02 Jan 2025 12:42 am
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দু'পক্ষের সংঘর্ষে মহিলা ও সেনা সদস্য সহ ১০ জন আহত হয়েছে, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের মৃত সেনা সদস্য মোজাম্মেল হক এর ছেলে মোঃ আল আমিন মিয়া ও মুহিদ মিয়ার ছেলে সালমান আহমেদ এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে দাওয়া পাল্টা দাওয়া হয়। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।
এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১০ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ওয়াহিদ মিয়া(৫০) নুর ইসলাম মিয়ার স্ত্রী রব চাঁন(৭০) নুর ইসলাম মিয়ার ছেলে ফেরদৌস মিয়া(৩০) ও আবুল কাশেম(৩৫), আল আমিন মিয়া(৩০) সহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সেনা সদস্য মোঃ ওয়াহিদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রব চাঁন(৭০)কে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রব চাঁনের ছেলে ফেরদৌস মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, প্রায় ৮ বছর আগে সাবেক সেনা সদস্য মোঃ মোজাম্মেল হক প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় সেনা সদস্য মোজাম্মেল হকের স্ত্রী জোৎনা বেগম বাদী হয়ে ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে সাবেক সেনা সদস্য ওয়াহিদ মিয়া ও নিহত সেনা সদস্য মোঃ মোজাম্মেল হকের পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। গত বছর খানেক যাবত নিহত মোঃ মোজাম্মেল হকের স্ত্রী জোৎনা, ছেলে আল আমিন ও জসিম মানষিকভাবে ভেঙে পড়েন।এ অবস্থায় গত কিছুদিন পূর্বে মহিষদুলং গ্রামের বিশিষ্ট মুরুব্বি এখলাছ মিয়া আখঞ্জীকে ছুরিকাঘাত করলে তিনি রক্তাক্ত আহত হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে পূর্ব পরিকল্পিত ভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মৃত মোজাম্মেল হক মিয়ার ছেলে আল আমিন ও জসিম, নুর ইসলাম মিয়ার ছেলে আবুল কাশেম ও মোহিদ মিয়ার ছেলে সালমান আহমেদ(২২)কে আটক করেছে পুলিশ।প্রতিবেশীরা আরও জানান,আহত অবসরপ্রাপ্ত সেনা ওয়াহিদ মিয়ার এক ভাই পুলিশে চাকরি করার সুবাদে দীর্ঘদিন যাবত স্থানীয়দের উপর বিভিন্ন প্রভাব বিস্তার ঘটিয়ে আসছে।