শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 09:41 am
৭১ভিশন ডেস্ক:- অদ্য ১১/০২/২০২৩ খ্রি. শনিবার সকাল ১০.০০ ঘটিকায়, বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের পদমর্যাদা ভিত্তিক বাৎসরিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ায় কনস্টেবল ও নায়েকদের চলমান "দক্ষতা উন্নয়ন কোর্স" এর ৯ম ব্যাচের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা, ৪ এপিবিএন, বগুড়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম, প্রশিক্ষক-প্রশিক্ষনার্থীবৃন্দ এবং অত্র ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ।