শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
02 Jan 2025 02:36 am
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় প্রেমিকের সঙ্গে অভিমান করে নিজ ঘরের তীরের সঙ্গে আসমা খাতুন (১৪) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১০) ফ্রেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে খানপুর ইউনিয়নের ভাটরা মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আসমা খাতুন ওই এলাকার আবু বক্করের মেয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশিরা জানান, গতকাল আসমার মা তার নানীর বাড়ী ধুনট কৈইকাছী বাড়ীতে বেড়াতে। আজ সকালে বাবা জমিতে কাজ করতে যায়। বাড়ীতে কেউ না থাকার সুবাদে আসমা খাতুন তার প্রতিবেশি প্রেমিক আবির হোসেনের সঙ্গে কথা বলার এক পর্যায়ে দুজনের মাঝে ঝগড়া হয়। এতে ঘরের ভিতর গিয়ে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে ফাঁস দেয়। দুপুরে নামাজ পড়ার জন্য বাবা জমি থেকে বাড়িতে এসে আসমাকে ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে ঘরের ভিতরে গিয়ে তীরের সঙ্গে তাকে ঝুলতে দেখে চিৎকার করে। পরে এলাকাবাসী এসে তাকে নামিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তারা আরো জানান, আবির হোসেন শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র। তার সঙ্গে গত ৬ থেকে ৮ মাস হলো প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।
এ ঘটনায় প্রতিবেশি আমির হোসেনের ছেলে আবিরের বাড়িতে গেলে কাওকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্বভ হয়নি।
এ বিষয়ে শেরপুর থানার এসআই আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আবিরের বাড়িতে গেলে কাওকে পাওয়া না যাওয়ায়। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।