শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
11 Jan 2025 12:24 pm
৭১ভিশন ডেস্ক:- ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে রাশিয়ার বাহিনী ইউক্রেনের দক্ষিণ জাপোরিজঝিয়া শহর এবং উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে, শত্রুরা খারকিভ অঞ্চল এবং জাপোরিজঝিয়া অঞ্চলে ৩৫টি এস-৩০০ সারফেস-টু এয়ার ক্ষেপণাস্ত্র হামলা করেছে যা বিমান প্রতিরক্ষার মাধ্যমে আকাশে ধ্বংস করা যায় না।
ইউক্রেনের গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম ইউক্রেনের উচ্চ-ভোল্টেজ স্থাপনায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।
জাপোরিজঝিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর এক সম্মেলনে যোগ দেন। সম্মেলনে জেলেনস্কি রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় নেতাদের কাছে আরও দ্রুত অস্ত্র সহযোগিতা চান। এ ছাড়া দ্রুত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার কথাও বলেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানায়, জেলেনস্কি গত বুধবার ফ্রান্স ও জার্মানির কাছে যুদ্ধবিমান ও ভারী অস্ত্র চেয়েছেন। যত দ্রুত সম্ভব এসব অস্ত্র সহায়তা দিতে অনুরোধ করেছেন তিনি। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রনের সঙ্গে এক সাক্ষাতে তিনি বলেন, ইউক্রেন যত দ্রুত দূরপাল্লার ভারী অস্ত্র পাবে, যত দ্রুত যুদ্ধবিমান পাবে, তত দ্রুত রুশ আগ্রাসনের সমাপ্তি ঘটবে। এতে ইউরোপে শান্তি ফিরে আসবে। সূত্র: সিএনএন