শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
03 Aug 2025 04:49 am
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ-জামালপুর - ময়মনসিংহ সড়কে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সৌরভ হোসেন (৩৪) নামের কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে জামালপুর সদর উপজেলার জয়রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে সৌরভ হোসেন ময়মনসিংহ শহরের কৃষ্টপুরের বাসিন্দা।বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী রাজিব এন্টারপ্রাইজের একটি বাস জামালপুরগামী বেকারি পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যান রাস্তার বাম পাশেই ছিল। রাজিব বাস ডানে এসে পড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। জামালপুর সদর থানা পুলিশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি জব্দ করেছেন।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক আঃ রাজ্জাক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। তারা ময়মনসিংহ থেকে আসছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।