শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
22 Nov 2024 12:29 pm
ভূমিকম্পের ভয়াবহতায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ-বাতাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক ও সিরিয়ায় বিপর্যস্তদের সহযোগিতায়। পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়া ব্যক্তিত্বরাও।
পিতৃভূমির এমন বিপদে প্রাণ কেঁদে উঠেছে তুর্কি বংশোদ্ভুত জার্মান ফুটবলার মেসুত ওজিলের। ভূমিকম্পে আহতদের পাশে দাঁড়িয়েছেন তিনি। পূর্বপুরুষদের আবাসস্থল তুরস্কে হওয়ায় শেকড়ের টানে নীরব থাকতে পারেননি বিশ্বকাপজয়ী ফুটবলার।
অসহায়দের পাশে দাঁড়ানো, পরোপকারিতায় সব সময়ই অগ্রগামী এই ফুটবলার। এবার বিপর্যস্তদের জন্য সাহায্য পাঠিয়েছেন ওজিল। সেই মুহূর্তের ছবি নিজের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ওজিল বলেছেন, ‘ঐক্যবদ্ধভাবে যেকোনো কঠিন সময় পার করা সম্ভব।’
টুইটার ও ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায় ওজিলের হাতে সাহায্যের সরঞ্জামাদি।
মুসলমানদের পাশে থাকার জন্য বহুবার পশ্চিমাদের তোপের মুখে পড়তে হয়েছে ওজিলকে। অফফর্মের দোহাই দিলেও মূলত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সম্পর্কের জেরেই জার্মানির জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। ক্যারিয়ার হুমকিতে ফেলেও শেকড়কে আগলে রেখেছেন ওজিল। এমন দুর্দিনেও পিতৃভূমির পাশে দাঁড়াতে পিছপা হননি ৩৪ বছর বয়সী তারকা।