শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 12:54 pm
৭১ভিশন ডেস্ক:-এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আগের দীঘিকে ভেঙে নতুনভাবে নিজেকে গড়েছেন। এ জন্য শরীরের ওজন ৭ কেজি কমিয়েছেন দীঘি।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সবার সামনে নতুনভাবে হাজির হয়েছেন দীঘি। গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী।
তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও তানজীব নিজেই করেছেন। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। ফিল্ম ভ্যালি ও এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে গানটির।
প্রসঙ্গত, ঢাকাই সিনেমা, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে দীঘির কাজ ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।