মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩
25 Dec 2024 09:45 pm
কুড়িগ্রাম প্রতিনিধি : [০৭.০২.২০২৩] কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাসস্থ ৬৬ পদাতিক ডিভিশন। মঙ্গলবার দুপুরে এ দুই ইউনিয়নে ৮শ কম্বল, ২শ টি শাল ও ৫শ টি সোয়েটার বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর দপ্তর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান, পিএসসিসহ সামরিক কর্মকর্তাগণ, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলামসহ স্থানীয় বেসামরিক কর্মকর্তাবৃন্দ, হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ^রী উপজেলার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান।