মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩
31 Dec 2024 04:40 am
সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে প্রতিবেশি দেশ দু’টির বেশকিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
এ ভূমিকম্পে তুরস্কে নির্মিত ঐতিহাসিক গাজিয়ান্তেপ দুর্গ ভেঙে গেছে। ২ হাজার বছর আগে নির্মাণ করা হয় এটি। প্রতি বছর এ দুর্গ দেখতে হাজার হাজার পর্যটক তুরস্কে ভ্রমণ করে থাকেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, ‘কেন্দ্রীয় শাহিনবে জেলার ঐতিহাসিক গাজিয়ান্তেপ দুর্গের পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব অংশের কিছু অংশ ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছিল।’
প্রাসাদের চারপাশের লোহার রেলিংগুলো আশেপাশের ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দুর্গের পাশের রিটেইনিং ওয়ালও ভেঙে পড়েছে। এছাড়া দুর্গের বিভিন্ন অংশ ফটল ধরেছে।
তুরস্কের সরকারি জাদুঘরের ওয়েবসাইট অনুসারে, আধুনিক গাজিয়ান্তেপের কেন্দ্রে উঁচু জমিতে অবস্থিত এ দুর্গের কিছু অংশ হিট্টাইট সাম্রাজ্যের বলে মনে করা হয়। কিন্তু মূল ভবনটি দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে রোমানরা নির্মাণ করেছিল। এটি পরবর্তীতে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আমলে বড় ও মজবুত করা হয়েছিল। তাকে দুর্গের স্থপতি বলা হয়।
দুর্গটি ১২শ ও ১৩শ শতাব্দীতে আইয়ুবিদের শাসনামলে এবং ওসমানিয়া খিলাফতের সময় নিজের অবস্থান ধরে রাখে। বিংশ শতাব্দীতে তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সময়ও এটি বেশ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে একে জাদুঘরে রূপ দেওয়া হয়।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ভূমিকম্পের সময় দুর্গের পাশের ঐতিহাসিক সিরভানি মসজিদের গম্বুজ ও পূর্ব দেয়ালটিও আংশিকভাবে ধসে পড়ে।.
সিরিয়া ও তুরস্কের এসব অঞ্চলে মানব সভ্যতার সবচেয়ে মূল্যবান ও প্রাচীন নিদর্শন রয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে আলেপ্পোর ঐতিহাসিক অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
সোমবারের ভূমিকম্পে আলেপ্পোর পুরানো শহরের পশ্চিম গেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে।