মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩
08 Apr 2025 05:07 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মসজিদের ইমাম,খতিব ও আলেম-ওলামাদেরকে নিয়ে সাম্প্রদায়িক,সম্প্রীতি, সন্ত্রাস,জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা/২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা জেলার উপ-পরিচালক মোঃ মিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশুসহ অন্যান্যরা।
এ সময় মসজিদের ইমাম,খতিব ও আলেম-ওলামাসহ ইসলামিক ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সাম্প্রদায়িক,সম্প্রীতি,সন্ত্রাস,জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে সচেতনতা বৃদ্ধি,পরামর্শ ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।