মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩
25 Jan 2025 01:42 am
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টায় বদলগাছীর গোবরচাঁপা হাটের পাহাড়পুর-মিঠাপুর তিন মাথা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউপির গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় বদলগাছীর গোবরচাঁপা হাটের পাহাড়পুর রাস্তার তিন মাথা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। তার ব্যবহৃত মটরসাইকেলটি (নওগাঁ-হ ১৩-৪৭৪৫) দুমড়েমুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।